দুটি নতুন রঙে এল টাটা হ্যারিয়ার, কত দাম হয়েছে জানেন ? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুটি নতুন রঙে এল টাটা হ্যারিয়ার, কত দাম হয়েছে জানেন ?

 

ডার্ক এডিশন, কাজিরাঙার পর এবার আরও দুটি নতুন রঙে পাওয়া যাবে TATA Harrier।  এখন মোট সাতটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে এই মিড সাইজ এসইউভি। নতুন রয়্যাল ব্লু , ট্রপিক্যাল মিস্ট , ক্যালিপসো রেড, অর্কাস হোয়াইট, ডেটোনা গ্রে, গ্রাসল্যান্ড বেইজ (কাজিরাঙ্গা সংস্করণ) ও ওবেরন ব্ল্যাক (ডার্ক সংস্করণ)-এ পাওয়া যাবে হ্যারিয়ার।


Tata Harrier তার বৃহত্তর 7-সিটার SUV Safari থেকে নতুন নীল রং পেয়েছে। এটি লক্ষণীয় যে সাম্প্রতিক সময়ে, কোম্পানিটি হ্যারিয়ারের লাইন আপ থেকে স্পার্কল কোকো, ক্যামো গ্রিন ও ক্যালিস্টো কপার কালার বন্ধ করে দিয়েছে। দুটি নতুন রঙের শেড ছাড়া হ্যারিয়ারে অন্য কোনও পরিবর্তন করা হয়নি।


Tata Harrier: ইঞ্জিন কী রয়েছে গাড়িতে ? 

একটি 2.0-লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন সহ পাওয়া যায় এই গাড়ি। এই ইঞ্জিনের মোটর সর্বোচ্চ 167 এইচপি শক্তি ও 350 Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে গাড়িতে দেওয়া হয়েছে। এতে একটি 6 স্পিড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় ট্রান্সমিশন রয়েছে। এই গাড়ি কেবল একটি ফ্রন্ট-হুইল-ড্রাইভ (FWD)পেয়ে থাকে।



Tata Harrier: গাড়িতে কী স্পেকস ও ফিচার

Harrier একটি 8.8-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে দেওয়া হয়েছে। এ ছাড়াও গাড়িতে আইআরএ কানেক্টেড কার টেকনোলজি, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, এয়ার পিউরিফায়ার ও আরও অনেক কিছু দিয়েছে কোম্পানি। টাটা হ্যারিয়ার ট্রিম একাধিক ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে।


Tata Harrier: গাড়ির দাম কত ?

এর দাম 14.65 লক্ষ থেকে 21.95 লক্ষ টাকা এক্স-শোরুমের মধ্যে রাখা হয়েছে। কোম্পানি Harrier ভ্যারিয়েন্ট লাইনআপ 9,590 টাকা থেকে বাড়িয়ে 18,400 টাকা করেছে। যার পরে এখন হ্যারিয়ার XZA AMTদাম 20 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। তবে এই সবই গাড়ির এক্স শোরুম প্রাইস।

কোন মন্তব্য নেই