দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে খ্যাতনামা রেভলন

দেনায় জর্জর যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রসাধনী প্রতিষ্ঠান রেভলন বিক্রি হওয়ার পথে। রেভলন আগামী সপ্তাহে দেউলিয়া হওয়ার জন্য আবেদন করবে বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। তবে রেভলনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আগামী সপ্তাহে দেউলিয়া ঘোষণার জন্য আদালতে আবেদন করবে রেভলন। এরপর রয়টার্স এ ব্যাপারে জানার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে, যদিও কোনো মন্তব্য করেনি রেভলন।
মার্চে রেভলনের ধারের পরিমাণ ছিল ৩৩১ কোটি ডলার। এছাড়া বাজারে তাদের পণ্যের কাটতি নেই বললেই চলে। এসব কারণে কর্মীদের বেতন দিতে পারছে না কর্তৃপক্ষ।
ওয়ালস্ট্রিট জার্নাল গত সপ্তাহে একটি প্রতিবেদনে জানায়, গেøন্ডন ক্যাপিটাল ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কিং স্ট্রিট ক্যাপিটাল ম্যানেজমেন্ট রেভলনের ১৭০ কোটি ডলার দেনা পরিশোধের বিষয়ে আলোচনা করছে। এক সপ্তাহ কাটতে না কাটতে এলো দুঃসংবাদÑদেউলিযা ঘোষণা করতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। এতে তাদের শেয়ারদর এক ধাক্কায় ৪৬ শতাংশ পড়ে যায়। গত শুক্রবার এই শেয়ারের দর ২ দশমিক শূন্য ৫ ডলারে বিক্রি হয়। প্রতিষ্ঠানটির ইতিহাসে এই প্রথম এতটা দর পড়ল তাদের। তাই বিশ্লেষকরা ধারণা করছেন, দেউলিয়া হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রেভলন।
জানা গেছে, কয়েক বছর ধরে রেভলন আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কভিড-১৯ ও লকডাউনের কারণে তাদের পরিস্থিতি শোচনীয় হয়ে ওঠে। সেই অবস্থা এখনও সামলে উঠতে পারেনি। মার্চে প্রতিষ্ঠানটি জানায়, সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। তাই চাহিদা থাকলেও পণ্য সরবরাহ করা যাচ্ছে না। তাছাড়া নানা প্রতিদ্ব›দ্বী বিশেষ করে তুলনামূলক ছোট প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় তাদের ব্যবসায়িক কার্যক্রম বাড়িয়েছে। এতেও পিছিয়ে রয়েছে রেভলন। তবে সুদ কমাতে ঋণগ্রহীতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৫০টি দেশে তাদের পণ্য বিক্রি করে। প্রতিষ্ঠানটির কোম্পানির ইকুইটি মালিকানায়ও পরিবর্তন হতে পারে। যদিও এখনও এ বিষয়ে কিছু জানায়নি রেভলন।
কোন মন্তব্য নেই