সাতদিনে মুন্নু ফ্যাব্রিকসের শেয়ারদর বেড়েছে ৪৫%
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের শেয়ারদর মাত্র সাত কার্যদিবসের ব্যবধানে প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই বেড়েছে প্রায় ৪২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ৭ জুনের ২০ টাকা ২০ পয়সার শেয়ারটি সাত কার্যদিবস পর ১৬ জুন দাঁড়িয়েছে ২৯ টাকা ২০ পয়সায়। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ টাকা বা ৪৪ দশমিক ৫৫ শতাংশ। এদিকে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৬০ পয়সা বা ৪১ দশমিক ৭৫ শতাংশ।
এর মাধ্যমে গত সপ্তাহে ডিএসইর সর্বোচ্চ দর বৃদ্ধির ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু ফ্যাব্রিকস।
এদিকে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই। যার জবাবে গত ১৪ জুন কোম্পানিটি জানিয়েছে, অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪১ পয়সা।
প্রায় ২৬ বছর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য ১ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে। তালিকাভুক্তির পর এর আগে আর কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

কোন মন্তব্য নেই