৩৫% নগদ লভ্যাংশ দেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩৫% নগদ লভ্যাংশ দেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স




 





পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। কোম্পানিটির ২৬৮তম পর্ষদ সভা থেকে সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়েছে। মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।


আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৭ টাকা ৮২ পয়সা।


ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৮ জুলাই।



এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।



১৯৯৫ সালে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৫১ দশমিক ৭১ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৫২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৮ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।




কোন মন্তব্য নেই