পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম আজ



 


৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আজ বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৯ মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির এজিএম হাইব্রিড পদ্ধতিতে অর্থাৎ রাজধানীর বাংলা মোটরের পদ্মা লাইফ টাওয়ারে সশরীরে উপস্থিত ও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৬ এপ্রিল ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানায় তাদের এজিএম কেবল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।


৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটি।

এর আগে ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৭, ২০১৮ ও ২০১৯ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সর্বশেষ ২০১৬ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।



এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির প্রিমিয়াম আয় ৭০ লাখ ৮০ হাজার টাকা বেড়ে জীবন বীমা তহবিলের আকার ১৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আগের হিসাব বছরের একই ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকা বেড়ে জীবন বীমা তহবিলের আকার দাঁড়ায় ১৪ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকায়।



কোন মন্তব্য নেই