ময়মনসিংহে বিএসইসির বিনিয়োগ শিক্ষা মেলার উদ্বোধন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ময়মনসিংহে বিএসইসির বিনিয়োগ শিক্ষা মেলার উদ্বোধন


ময়মনসিংহের টাউন হলে দুই দিনব্যাপী বিনিয়োগ শিক্ষা মেলার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)। গতকাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির আরেক কমিশনার ড. রুমানা ইসলাম। এছাড়া অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভূঁইয়া, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ ও ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও উপস্থিত ছিলেন। এ সময় বিনিয়োগ শিক্ষা নিয়ে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগ শিক্ষা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অতি প্রয়োজনীয়। এর কোনো বিকল্প নেই। এটি ক্রমাগত পরিবর্তন ও পরিবর্ধন হচ্ছে। বিনিয়োগ শিক্ষা এমন একটি বিষয় যা থেকে অর্থনৈতিকভাবে উপকৃত হওয়া যায়। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বর্তমান প্রধানমন্ত্রী এ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আজ ময়মনসিংহে আমাদের এ মেলা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। 

কোন মন্তব্য নেই