প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ১৮ বছর পূর্তি উদযাপন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ১৮ বছর পূর্তি উদযাপন


গল্প, আড্ডা ও স্মৃতিচারণে প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদযাপন করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট অডিটরিয়ামে শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও কনসার্টের আয়োজন করে প্রতিষ্ঠানটি।


পুরনো দিনের স্মৃতিচারণ, বন্ধু-বান্ধবদের চিরচেনা আড্ডা, গান, গল্পে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এসময় সবাই ফিরে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাটানো সোনালি সময়ে। সাবেকদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ও বাড়তি মাত্রা যোগ করে অনুষ্ঠানে।


১৮ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। এসময় স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা। অনুভূতি জানান বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ইকবাল আনোয়ার সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। 


অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন ব্যান্ড চিরকুটসহ সঙ্গিতশিল্পী তনু চৌধুরী, দিপেন মহাজন।


ঈদ পুনর্মিলনীতে প্রধান আকর্ষণ ছিল র‌্যাফেল-ড্র। যার প্রথম পুরস্কার একটি ব্র্যান্ড নিউ মোটর বাইক। এছাড়াও আরো ১৪টি উল্ল্যেখযোগ্য পুরস্কার ছিল।

কোন মন্তব্য নেই