মন্দার শঙ্কায় কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা কমিয়েছে মেটা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মন্দার শঙ্কায় কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা কমিয়েছে মেটা


চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা মেটার। এ পরিপ্রেক্ষিতে নতুন কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা কমিয়ে আনার পাশাপাশি আরো কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন মেটার শীর্ষ নির্বাহী মার্ক জাকারবার্গ। খবর রয়টার্স।


সম্প্রতি মেটা কর্মীদের সঙ্গে সাপ্তাহিক বৈঠকে এ বছরের নতুন প্রকৌশলী নিয়োগের লক্ষ্যমাত্রা অন্তত ৩০ শতাংশ কমিয়ে আনার কথা বলেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক অডিও রেকর্ডে জাকারবার্গকে বলতে শোনা যায়, আমাকে যদি বাজি ধরতে বলা হয়, আমি বলব এটা সম্ভবত সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময় হতে যাচ্ছে। প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে জাকারবার্গ আরো জানান, ২০২২ সালে নতুন প্রকৌশলী নিয়োগের লক্ষ্যমাত্রা ১০ হাজার থেকে কমিয়ে ছয় থেকে সাত হাজারে নামিয়ে এনেছে মেটা।


পূর্ববর্তী মাসে পরিচালনা পর্ষদের সভাতেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার কথা জানিয়েছিল মেটা। বৃহস্পতিবারের সভায় জাকারবার্গ এ বিষয়ে পরিষ্কার ধারণা দিলেন। এছাড়া কর্মীদের কর্মদক্ষতা বিচার করে অপ্রয়োজনীয় কর্মী ছাঁটাই করার কথাও বলেছেন জাকারবার্গ।


তিনি সতর্ক করে বলেন, কর্মীদের কাছ থেকে প্রত্যাশা এবং আরো আগ্রাসী লক্ষ্যমাত্রা দাঁড় করানোর মাধ্যমে কিছুটা চাপ বাড়ানো নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে, আপনাদের অনেকেই হয়তো ভাববেন এ কোম্পানি আপনাদের জন্য নয়। এবং আপনাদের নিজেদের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই।


চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক ও বিজ্ঞাপন ব্যবসার ওপর বাজার নিয়ন্ত্রকদের চাপ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে মেটা। কোম্পানির এক অভ্যন্তরীণ মেমোতেও উঠে এসেছে বিষয়টি। রয়টার্সের হাতে আসা মেমোতে মেটা প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স লিখেছেন, কোম্পানিকে অবশ্যই আরো নির্মমভাবে অগ্রাধিকারের ভিত্তিতে আরো ছোট ও দক্ষ কার্যনির্বাহী দল পরিচালনা করতে হবে।



মেমোতে কক্স আরো লিখেছেন, আমাকে গুরুত্ব দিয়ে বলতেই হবে যে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এমন একটি পরিবেশে ত্রুটিহীনভাবে কাজ করতে হবে, যেখানে ব্যবসা বৃদ্ধির গতি কম, যেখানে কর্মীদের ব্যাপক হারে নতুন প্রকৌশলী আর বাজেটের প্রত্যাশা করা উচিত নয়।


এ প্রসঙ্গে মেটার এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় জনসমক্ষে দেয়ার বক্তব্যকে কেন্দ্র করেই ভবিষ্যৎ পরিকল্পনা করছে তার প্রতিষ্ঠান।



যুক্তরাষ্ট্রের বেশির ভাগ প্রতিষ্ঠানই অর্থনৈতিক মন্দার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। তবে শেয়ারবাজারে অ্যাপল বা গুগলের


তুলনায় মেটার শেয়ারের দরপতন বেশি হয়েছে। প্রথম প্রান্তিকে ফেসবুক অ্যাপের ব্যবহারকারী সংখ্যায় প্রথমবারের মতো কমার পর বাজারমূল্যের অর্ধেক হারিয়েছিল বিশ্বের বৃহৎ সোশ্যাল প্লাটফর্মটি।

কোন মন্তব্য নেই