বৈশ্বিক শিল্পোৎপাদন খাতে চিপ সংকট প্রশমনের ইঙ্গিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৈশ্বিক শিল্পোৎপাদন খাতে চিপ সংকট প্রশমনের ইঙ্গিত


চিপস্বল্পতা প্রশমনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে বৈশ্বিক শিল্পোৎপাদন খাতে। সম্প্রতি বেশ কয়েকটি শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এ তথ্য উঠে এসেছে।


সেমিকন্ডাক্টরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে শিল্প খাতের বড় একটা সমস্যা দূর হবে বলে ধারণা করছিলেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে জ্বালানি বাজারে অস্থিরতা ও বেশির ভাগ দেশের সুদহার বৃদ্ধির কারণে চাপে রয়েছে উৎপাদনমুখী খাতটি।


সম্প্রতি দক্ষিণ কোরিয়ার শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাই মোটরের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, চিপস্বল্পতা শিথিল হচ্ছে। একই কথার প্রতিধ্বনি পাওয়া যায় রোবট নির্মাতা এবিবি ও সুইডিশ ফ্রিজ নির্মাতা ইলেকট্রোলাক্সের নির্বাহীদের কথায়।


সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে দেখা গেছে, আট বছরের সর্বোচ্চ মুনাফা করেছে হুন্দাই। বিদেশের বাজার থেকে আয় বৃদ্ধি এবং বিলাসবহুল স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) থেকে উচ্চ আয়ের কারণে দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানির আয় বেড়েছে। বৈশ্বিক চিপস্বল্পতা প্রশমনের ফলেও উপকৃত হয়েছে তারা। এতে স্থানীয় কারখানায় ছুটির দিনে কাজ করে ও ওভারটাইমের মাধ্যমে গাড়ি সরবরাহ স্থিতিশীল রাখতে পেরেছে হুন্দাই। এখন দ্বিতীয়ার্ধে ভোক্তা চাহিদা পূরণে গাড়ি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটির।


দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশের সময় এবিবি জানায়, সেমিকন্ডাক্টর খাতে সরবরাহ সংকট প্রশমিত হচ্ছে। পরবর্তী প্রান্তিকেও দুই অংকের প্রবৃদ্ধির আশাবাদ সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানিটির। পর্যাপ্ত চিপ সরবরাহের কারণে গ্রাহকদের কারখানা রোবট, মোটর ও ড্রাইভ সরবরাহ অক্ষুণ্ন রাখতে পারবে।


এবিবির সিইও বিয়ন রজেনগ্রেন বলেন, চিপ নির্মাতাদের উৎপাদন সক্ষমতা বাড়ছে। ভোক্তা ইলেকট্রনিকস খাতে চিপের চাহিদা কম থাকলেও এবিবির মতো শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা বাড়ছে।


তিনি আরো বলেন, সমস্যা যে একেবারে কেটে গেছে এমন নয়। তবে দ্বিতীয়ার্ধে আমরা যে লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি সে ব্যাপারে আশাবাদী।



ফিনল্যান্ডভিত্তিক টেলিকম যন্ত্রাংশ নির্মাতা কোম্পানি নকিয়া জানায়, চলতি বছরের শেষের দিকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর স্বল্পতা প্রশমিত হবে। সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে অধিক পরিচালন মুনাফা করেছে তারা।


নকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ক বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের সার্বিক গতিবিধি এ মুহূর্তে ইতিবাচক মনে হচ্ছে। তবে দ্বিতীয় প্রান্তিকে আমরা স্বল্পতার মুখোমুখি হয়েছি।


চিপস্বল্পতা প্রশমনের ফলে সরবরাহ চেইন ঝুঁকি কেটে যাবে এবং নির্মাণ ব্যয় কমে যাবে বলে আশাবাদ ফক্সওয়াগনের। জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটি গত মাসে এক প্রাক্কলনে জানায়, দ্বিতীয়ার্ধে বেশ ভালো অবস্থান থাকবে তাদের, এছাড়া বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) টেসলার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হবে তারা।


নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ শুরুর ঘটনা বেশ ইতিবাচক হিসেবে দেখা দিয়েছে। যদিও গ্যাস সরবরাহ পাইপলাইনের সক্ষমতার চেয়ে অনেক কম, তবু তা বাজারে ইতিবাচক সংকেত দিচ্ছে।


তবে চিপস্বল্পতা ও সরবরাহ চেইন সংকটের কারণে এরই মধ্যে যারা পিছিয়ে গেছে, তাদের ঘুরে দাঁড়াতে কিছু সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


বৃহস্পতিবার প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে সুইডেনের ইলেকট্রোলাক্স জানায়, প্রত্যাশামাফিক মুনাফা করতে পারেনি তারা। সরবরাহ চেইন সংকট ও উত্তর আমেরিকায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা করতে পারেনি ফ্রিজ নির্মাতা কোম্পানিটি।

কোন মন্তব্য নেই