সপ্তাহজুড়ে সূচক টেনে উঠানোর সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সপ্তাহজুড়ে সূচক টেনে উঠানোর সর্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে সূচক কমেছে ১৯৮ পয়েন্ট। সূচকের এমন পতনে সূচককে টেনে উঠানোর সর্বোচ্চ চেষ্টায় ছিলো তিন কোম্পানি। এই তিন কোম্পানির অবদানে সপ্তাহের সূচকের উত্থান হয়েছে ৪ পয়েন্ট। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেড। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সপ্তাহজুড়ে সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৯০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৮ টাকা ১০ পয়সা।




সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.২০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৩৩ টাকা ৩০ পয়সায়।


সূচক বৃদ্ধিতে তৃতীয় সর্বোচ্চ অবদান রেখেছে আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির অবদানে গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ০.৯০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭০ পয়সা। সপ্তাহের প্রথমে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিলো ৫ টাকায়।


কোন মন্তব্য নেই