ক্রোমবুকে ভিডিও কনফারেন্সের উন্নয়নে কাজ করছে গুগল
ক্রোমবুকে ভিডিও কনফারেন্সিংয়ের অভিজ্ঞতা উন্নয়নে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে ব্যাকগ্রাউন্ড ঘোলা করা, বিভিন্ন ইফেক্ট যুক্ত করা ও লাইটিংয়ের উন্নয়নে কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি। খবর ইটিটেলিকম।
অ্যান্ড্রয়েড সেন্ট্রাল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ক্রোম অপারেটিং সিস্টেমে একটি ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট যুক্ত করার জন্য কাজ করছে দলটি। ফিচারটি এরই মধ্যে অ্যাপলের ম্যাকওএস অপারেটিং সিস্টেম পরিচালিত ডিভাইসে বিদ্যমান।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে গুগল মিটসহ প্রচলিত বিভিন্ন ভিডিও কনফারেন্স সফটওয়্যারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার ফিচারটি বেশ জনপ্রিয়। সহকর্মী বা বন্ধুদের সঙ্গে আলাপকালে অগোছালো রুম কিংবা পরিবেশ আড়াল করার জন্য টুলটি বেশ কার্যকর। প্রতিবেদনে বলা হয়, বিল্ট ইন ফিচার হিসেবে এসব ফিল্টার বা ইফেক্ট ক্রোমবুকে যুক্ত করা গেলে এটি ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা দেবে। কেননা এসব ডিভাইস এরই মধ্যে উইন্ডোজ কম্পিউটার ও ম্যাকবুকের ফিচারের তুলনায় অনেক পিছিয়ে আছে।
সার্চ ইঞ্জিন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম জায়ান্টটি পোর্ট্রেট রিলাইটিং নামের আরো একটি ফিচারের উন্নয়নে কাজ করছে। এটি পিক্সেল ফোনের গুগল ক্যামেরা অ্যাপে থাকা ফিচারের মতো। গুগলের তথ্যানুযায়ী, মূল ছবির মতো আলো তৈরি করতে এ ফিচার আলাদা আলোর উৎস যুক্ত করে। ফিচারগুলো কবে নাগাদ ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হবে সে বিষয়ে গুগলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

কোন মন্তব্য নেই