আরো ৭৩টি গেমের অনুমোদন দিল চীন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরো ৭৩টি গেমের অনুমোদন দিল চীন


নেটইজসহ একাধিক ডেভেলপার প্রতিষ্ঠান নির্মিত আরো ৭৩টি অনলাইন গেমের অনুমোদন দিয়েছে চীনের গেমিং নিয়ন্ত্রক সংস্থা। খবর ইটি টেলিকম।


অন্যান্য প্রতিষ্ঠান থাকলেও উইচ্যাট মেসেজিং প্লাটফর্মের মালিকানা প্রতিষ্ঠান ও বিশ্বের অন্যতম বড় গেম ডেভেলপার প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংসের কোনো গেম টাইটেল অনুমোদন তালিকায় ছিল না। ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নতুন অনুমোদনকৃত গেমগুলোর নাম ও তালিকা প্রকাশ করেছে।


টেনসেন্টের পর চীনের দ্বিতীয় বৃহত্তম গেম নির্মাতা প্রতিষ্ঠান নেটইজ ১৪ মাসের মধ্যে প্রথমবারের মতো কোনো ভিডিও গেমের অনুমোদন পেল। এটি একটি স্পোর্টস গেম, যেটি অল স্টার স্ট্রিট বল পার্টি নামে আনা হয়েছে। এছাড়া এক্সডি ইনকরপোরেশন সিএমজিই টেকনোলজি গ্রুপও লাইসেন্স পেয়েছে। গত বছরের আগস্টে নতুন কোনো গেমের অনুমোদন দেয়া বন্ধ করে দিয়েছিল চীন সরকার। এরপর চলতি বছরের মার্চে পুনরায় অনুমোদন দেয়া শুরু হয়। অনুমোদনপ্রাপ্তদের মধ্যে টেনসেন্টই একমাত্র প্রতিষ্ঠান, যারা মার্চের পর থেকে এখনো নতুন কোনো গেমের অনুমোদন পায়নি।

কোন মন্তব্য নেই