৮ মিনিটেই পূর্ণ চার্জ হবে শাওমি ফোন! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৮ মিনিটেই পূর্ণ চার্জ হবে শাওমি ফোন!



স্মার্টফোন চার্জিংয়ে বিপ্লব আনতে যাচ্ছে শাওমি। মাত্র ৮ মিনিটে শূন্য থেকে পূর্ণ চার্জ হবে শাওমির নতুন ২১০ ওয়াটের চার্জিং ফোন। প্রযুক্তিটি চালু হলে এটি হবে সবচেয়ে কম সময়ে পূর্ণাঙ্গ চার্জিংয়ের রেকর্ড। ইতোমধ্যে প্রযুক্তিটি নিয়ে বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে শাওমি। এ ক্ষেত্রে শাওমি ১১ আল্ট্রা ফোনটিকে ব্যবহার করা হয়েছে। এতে দেখা গেছে, মাত্র ৮ মিনিটে ফোনটি পূর্ণ চার্জ হয়েছে। ইতোমধ্যে ২১০ ওয়াটের বিদ্যুৎ পরিবহনে সক্ষম এমন দ্রুত একটি চার্জারকে সার্টিফিকেট দিয়েছে শাওমি।

এখন চেষ্টা করা হচ্ছে কত মাপের ব্যাটারির মধ্যে এমন চার্জ সক্ষমতা ধরে রাখা সম্ভব। যদি ব্যাটারির আকার বড় হয় তাহলে চার্জ ধরে রাখার সময়টাতে কিছুটা পরিবর্তিত হতে পারে। ধারণা করা হচ্ছে, শাওমি ১৩ অথবা ১৩ আলট্রা ফোনগুলোর মতো ফোনগুলোতে এ চার্জিং প্রযুক্তি থাকতে পারে। বর্তমানে ২০০ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি নিয়ে সবার শীর্ষে আছে আইকিউওও নামে এক চীনা ইলেকট্রনিক্স কোম্পানি।

কোন মন্তব্য নেই