নিউজ ফাস্ট

হ্যাকিংয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য বেহাত না হওয়ার দাবি উবারের


হ্যাকিংয়ের শিকার রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার দাবি করেছে, তাদের কম্পিউটার সিস্টেমের নিজস্ব গুরুত্বপূর্ণ ডাটা সুরক্ষিত আছে। এ ঘটনায় ব্যবহারকারীদের স্পর্শকাতর কোনো ডাটা খোয়া যায়নি।

১৮ বছর বয়সী এক তরুণ দাবি করেন, উবার কর্মীর আইডি-পাসওয়ার্ডের মাধ্যমে উবারের কম্পিউটারে সিস্টেমে ঢোকেন তিনি। খেলার ছলে উবারের সার্ভারে প্রবেশ করে তিনি প্রতিষ্ঠানটির গোপন ডকুমেন্টের স্ট্ক্রিনশট শেয়ার করে বলেন, উবার চালকদের পাওনার চেয়ে সবসময় কম পারিশ্রমিক দেয়। ওই কিশোর হ্যাকার নিজেই উবারের স্ল্যাক সিস্টেমে পোস্ট দিয়ে অভ্যন্তরীণ কম্পিউটার সিস্টেম হ্যাক করার ঘোষণা দেন। ওই কিশোর পোস্টে লেখেন, 'আমি একজন হ্যাকার এবং ডাটা ফাঁসের শিকার হয়েছে উবার।'



অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং গুগল ক্লাউডসহ উবারের বেশ কিছু বাণিজ্যিক টুলে সম্পূর্ণ প্রবেশাধিকার পাওয়ার দাবি করেন তিনি। অবশ্য ওই হ্যাকার উবারের সোর্স কোড ফাঁস করার হুমকি দিলেও এখনও তা করেননি। এ ঘটনায় উবার নিজস্ব বেশ কিছু সফটওয়্যারের ব্যবহার বন্ধ রাখে। হ্যাকিংয়ের ঘটনা প্রকাশের পর উবার এক টুইটে জানায়, আমরা আমাদের সিস্টেমের সাইবার নিরাপত্তা খতিয়ে দেখছি। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছি। এ বিষয়ে নতুন কোনো তথ্য এলে তা টুইট করে জানানো হবে। তবে সর্বশেষ টুইটে উবার জানায়, সাইবার জটিলতায় উবারের সিস্টেম আক্রান্ত হলেও ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ ডাটা বেহাত হয়নি।

কোন মন্তব্য নেই