ঘরে নৌকা চালানোর সিমুলেটর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঘরে নৌকা চালানোর সিমুলেটর

 

মন ভালো রাখার পাশাপাশি শরীরচর্চার জন্য নৌকা চালান অনেকে। কেউ আবার নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু চাইলেই কাজ ফেলে নৌকা চালানো সম্ভব হয়ে ওঠে না। সমস্যার সমাধান দেবে ‘হাইড্রো রোয়ার’। এটি মূলত শরীরচর্চার যন্ত্র।


সত্যিকারের নৌকা চালানোর অভিজ্ঞতা দিতে শরীরচর্চার যন্ত্রটির সামনে রয়েছে স্পর্শনির্ভর ২২ ইঞ্চি পর্দার মনিটর। বিভিন্ন নদীতে নৌকা চালানোর দৃশ্য দেখা যাবে মনিটরটিতে। সিমুলেটর সুবিধার যন্ত্রটিতে ইলেকট্রোম্যাগনেট প্রযুক্তি থাকায় ভিডিওর দৃশ্য অনুযায়ী সত্যিকারের বইঠা ব্যবহারের মতো পরিশ্রম করতে হয়।


ঘরে বসে নৌকা চালানোর আনন্দ দিতে পানিতে বইঠার শব্দ শোনায় যন্ত্রটি। স্পিকার থাকায় চাইলে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে গানও শোনা যাবে। ব্যায়ামের সময় ব্যবহারকারীর হৃৎস্পন্দন শনাক্ত করতে পারে যন্ত্রটি। দাম ২ হাজার ১৯৫ মার্কিন ডলার।

সূত্র: জেডডিনেট, হাইড্রো

কোন মন্তব্য নেই