'টিকটক নাউ' ফিচার চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

'টিকটক নাউ' ফিচার চালু


টিকটক নাউ নামে নতুন ফিচার চালু করেছে টিকটক। এটি টিকটকে বিনোদন ও অন্যদের সঙ্গে সংযুক্ত থাকার নতুন একটি মাধ্যম। টিকটকে নতুন অভিজ্ঞতা দিতে ব্যবহারকারীরা প্রতিদিনের ছবি ও ভিডিও তাদের কাছের মানুষের সঙ্গে শেয়ার করতে পারবে। এ ফিচারের আওতায় টিকটকের জন্য সামনের ও পেছনের ক্যামেরায় একই সঙ্গে ভিডিও করা যাবে। এ জন্য ব্যবহারকারীরা ১০ সেকেন্ডের ভিডিও বা ফটো ক্যাপচার করার সুবিধা পাবেন।


টিকটক কর্তৃপক্ষের ভাষ্য, ফিচারটি ডিজাইনের সময় ব্যবহারকারীর নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে। এখানে ব্যবহারকারীরা তার পোস্ট কারা দেখতে পারবেন এবং যুক্ত হবেন তা নির্ধারণ করতে পারবেন। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকলে এ ধরনের কনটেন্ট বিরুদ্ধে চাইলে অন্য কেউ রিপোর্ট করা যাবে। এ ফিচারে বয়সভিত্তিক ও বিভিন্ন বিধিনিষেধ কার্যকর হবে। 'টিকটক নাউ' নামে স্বতন্ত্র অ্যাপের পাশাপাশি টিকটক অ্যাপেও ফিচারটি থাকছে। আপাতত বেশ কয়েকটি দেশের ব্যবহারকারীরা পরীক্ষামূলক সুবিধাটি ব্যবহার করতে পারছেন। 


কোন মন্তব্য নেই