দাদির কাছে চিরকৃতজ্ঞ হ্যারি
সদ্যপ্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে নিজের 'গাইডিং কম্পাস বা পথপ্রদর্শক' বলে অভিহিত করেছেন প্রিন্স হ্যারি। গতকাল সোমবার দাদির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় দাদির প্রতি তিনি চিরকৃতজ্ঞ বলে জানান।
গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন ৩৭ বছর বয়সী হ্যারি। রাজা হিসেবে তাঁর বাবা তৃতীয় চার্লসের ভূমিকার প্রতিও 'সম্মান' জানানোর অঙ্গীকার করেছেন তিনি।
হ্যারি রাজকীয় দায়িত্ব ছেড়ে ২০২০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি বলেন, দাদির প্রতি তিনি 'চিরকৃতজ্ঞ'। তাঁর অভাব অনেক বেশি অনুভব করবেন বলেও জানান হ্যারি।
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যে চলছে রাষ্ট্রীয় শোক। ১৯ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানীর শেষকৃত্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। খবর এএফপির।

কোন মন্তব্য নেই