আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তে বড় ধরনের লড়াই, বহু হতাহত
আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে দেশ দুটির সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। লড়াইয়ে নিজেদের অন্তত ৪৯ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া। অন্যদিকে আজারবাইজান সেনা হতাহতের কথা জানালেও সংখ্যা প্রকাশ করেনি।
এদিকে এই লড়াইয়ের জেরে সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে আরও একটি যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দেশ দুটি। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্স উভয় পক্ষকে সংযত হতে বলেছে।
২০২০ সালে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ ছিটমহল নিয়ে দেশ দুটির মধ্যে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর এটাই তাদের মধ্যে বড় ধরনের সংঘাত। খবর আল-জাজিরার ও রয়টার্সের।
আর্মেনিয়া বলেছে, মঙ্গলবার দিনের শুরুতে আজারবাইজান সীমান্তবর্তী জেরমুক, গোরিস ও কাপানসহ কয়েকটি শহরে গোলাবর্ষণ করে। আজারবাইজানের এই ‘বড় ধরনের উসকানির’ জবাব দিয়েছে আর্মেনিয়া।
অন্যদিকে আজারবাইজান বলছে, দেশটি আর্মেনিয়ার আক্রমণের শিকার হয়েছে। রয়টার্সের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো পক্ষের বক্তব্যই স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
সংসদে দেওয়া বক্তব্যে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দেশটির কয়েকটি শহরে আক্রমণের জন্য আজারবাইজানকে দায়ী করেছেন। তিনি বলেন, নাগোর্নো-কারাবাখের ‘স্ট্যাটাস’ নিয়ে বাকু কোনো আলোচনা করতে চায় না, তাই তারা হামলা চালিয়েছে। এই ছিটমহলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত। তবে এর অধিকাংশ বাসিন্দা জাতিগতভাবে আর্মেনীয়।

কোন মন্তব্য নেই