আইওএসে পেইড পোস্ট ফিচার বন্ধ করল টেলিগ্রাম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইওএসে পেইড পোস্ট ফিচার বন্ধ করল টেলিগ্রাম


ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম ফিচার হিসেবে পেইড পোস্ট বিক্রির সুবিধা চালু করেছিল টেলিগ্রাম। তবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইওএস প্লাটফর্মের জন্য ফিচারটি বন্ধ করে দেয়া হয়েছে। খবর টেকটাইমস।


এনগ্যাজেট প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল ডুরোভ এক বিবৃতিতে জানান, অ্যাপলের অভিযোগের কারণে প্রতিষ্ঠানটি আইওএসের জন্য এ প্রিমিয়াম পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। পুরো ইকোসিস্টেম অ্যাপলের নিয়ন্ত্রণে থাকায় ফিচারটি বন্ধ করে দেয়া ছাড়া প্লাটফর্মটির কাছে আর কোনো উপায় নেই। ডুরোভ এ পরিস্থিতিকে ট্রিলিয়ন ডলারের একচেটিয়া অপব্যবহার হিসেবে ব্যাখ্যা করেছেন।


অ্যাপ স্টোর ট্যাক্সে অ্যাপলকে ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন দেয়ার কথা জানানো হয়। টেলিগ্রাম থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম ব্যবহার করে আসায় অ্যাপল এর বিরুদ্ধে অভিযোগ করে। কেননা এর কারণে অ্যাপলের মনে হয়েছে টেলিগ্রাম স্টোরের নিজস্ব ইন-অ্যাপ পারচেজ পদ্ধতি এড়িয়ে গিয়েছে। এর আগে স্পটিফাই থেকে শুরু করে বিভিন্ন প্রকাশক ও সম্প্রতি এপিক গেমসও কড়া সমালোচনা করেছে।



অ্যাপ স্টোরে ট্যাক্স ফি গ্রহণের নামে অ্যাপল যা করছে সেটি শুধু উদ্যোক্তাদের স্বপ্নই ভাঙছে না। পাশাপাশি এটি সরকার আরোপিত ভ্যাটের তুলনায় বেশি। ডুরোভের আশা ইউরোপীয় ইউনিয়ন, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের নিয়ন্ত্রকরা এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গত জুনে পেইড ফিচারটি চালু করেছিল টেলিগ্রাম। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ৫ ডলার ফি দিতে হতো। নাইনটুফাইভ ম্যাক প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী ফিচারটি ব্যবহারকারীদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে চ্যানেলে আরো এক্সক্লুসিভ কনটেন্ট দেখার জন্য নির্মাতাদের সুবিধা দেয়।


ফিচারটি এখনো ব্যবহারকারীদের জন্য চালু করা হয়নি এবং বেশকিছু ডেভেলপার এখনো এর পরীক্ষা চালাচ্ছে। প্লাটফর্মটির প্রধান নির্বাহী জানান, যেসব কনটেন্ট নির্মাতা আইওএস প্লাটফর্ম ব্যবহার করে তাদের যেকোনো উপায়ে সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে অ্যাপল নিয়ন্ত্রিত ইকোসিস্টেমের বাইরে অর্থ উপার্জনে সহায়তা করবে টেলিগ্রাম।

কোন মন্তব্য নেই