মেসেজের গ্রুপ চ্যাটে এনক্রিপশন সুবিধা আনবে গুগল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেসেজের গ্রুপ চ্যাটে এনক্রিপশন সুবিধা আনবে গুগল


গ্রুপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা আনতে যাচ্ছে গুগল মেসেজ। বর্তমানে প্রযুক্তি জায়ান্টটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে নিয়ে ফিচারটির পরীক্ষা চালাচ্ছে বলে জানা গিয়েছে। খবর টেকটাইমস।


সরাসরি অন্য কারো সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে গুগল মেসেজে এনক্রিপশন সুবিধা থাকলেও গ্রুপ চ্যাটের নিরাপত্তায় ফিচারটি ছিল না, যে কারণে প্লাটফর্মটির ব্যবহারকারীরা গ্রুপ চ্যাটে কোনো এনক্রিপশন ছাড়াই বার্তা আদান-প্রদান করে আসছিল। অ্যান্ড্রয়েড সেন্ট্রাল প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গ্রুপ চ্যাটের জন্য শিগগিরই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর লক্ষ্যে গুগল প্রস্তুতি নিচ্ছে।


রেডিটে প্রকাশিত এক পোস্টের তথ্যানুযায়ী, নিরাপত্তা প্রযুক্তিটি বর্তমানে প্রাথমিক পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে, যে কারণে কিছু ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারছে। পোস্টে বলা হয়, গ্রুপে ব্যবহারকারীরা যেসব বার্তা আদান-প্রদান করছেন সেগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। গ্রুপ কথোপকথনে গুগল ও স্যামসাং মেসেজের ব্যবহারকারীরা অংশ নিয়েছিল।



অন্যদিকে একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও গুগল মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালুর বিষয়টি নিশ্চিত করেছে। ফিচারটি আসলেই চালু হয়েছে কিনা সেটি যাচাই করতে ব্যবহারকারী মেসেজিং পরিষেবাটির ডিবাগ মেনুও যাচাই করেছে। প্রকাশিত প্রতিবেদনে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানায়, গুগল মেসেজের গ্রুপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কারো নজরদারি ছাড়াই মেসেজ আদান-প্রদান করতে পারছে। নাইনটুফাইভ গুগলের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২০ সাল শেষ হওয়ার আগে প্রযুক্তি জায়ান্টটি সরাসরি মেসেজ প্রদানের ক্ষেত্রে এনক্রিপশন ফিচার চালু করেছিল। অন্যদিকে চলতি বছরের শুরুতে গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছিল, গ্রুপ চ্যাটে এ ফিচার যুক্ত করার বিষয়টি গুগল নিশ্চিত করেছে।

কোন মন্তব্য নেই