| পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন? | উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। | |||
| উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ? | উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে। | |||
| তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ? | উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭ । | |||
| উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ? | উঃ ০২ ই ১৯৪৮ মার্চ। | |||
| ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ? | উঃ নুরুল আমিন। | |||
| ১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি কে ছিলেন ? | উঃ খাজা নাজিমউদ্দিন। | |||
| প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ? | উঃ শহীদ শফিউরের পিতা। | |||
| ১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ? | উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী। | |||
| উর্দু - উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ? | উঃ মুহম্মদ আলী জিন্নাহ। | |||
| কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ? | উঃ ১৯৫৬ সালে। |
৫২-এর ভাষা আন্দোলন
Reviewed by Times Express
on
অক্টোবর ০৩, ২০২২
Rating: 5
কোন মন্তব্য নেই