ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে।




মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।



সূত্র অনুসারে, চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি ৯০ লাখ ৫০ হাজার টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৮ কোটি ৪৪ লাখ টাকা।



বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ১৬৫ কোটি ৫২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৪ হাজার ৫৫১ কোটি ৫০ লাখ টাকা।


আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ১০৪ কোটি ৭২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ১১২ কোটি ২০ লাখ টাকা।

কোন মন্তব্য নেই