বাইরেনের উৎপাদন বন্ধ করল টিএসএমসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাইরেনের উৎপাদন বন্ধ করল টিএসএমসি


যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ মেনে চলার অংশ হিসেবে চীনের বাইরেন টেকনোলজির জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। তবে বিধিনিষেধের আওতায় পড়ার জন্য যেসব সীমা রয়েছে, বাইরেনের পণ্য সেগুলো পূরণ করতে পারেনি। খবর টেকটাইমস।


সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে চলার অংশ হিসেবে বাইরেন টেকনোলজিসের অ্যাডভান্সড সিলিকনের উৎপাদন বন্ধ করে দিয়েছে টিএসএমসি। বাইরেন চীনের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। প্রতিবেদনের তথ্যানুযায়ী, তারা যে পণ্য ব্যবহারকারীদের সরবরাহ করার কথা জানিয়েছিল, সেটি এনভিডিয়ার এ১০০ চিপের চেয়ে উন্নত ও অধিক কার্যকর।



অন্যদিকে ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, টিএসএমসি যে কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত চিপ উৎপাদন করে, সেটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ার মতো নয়। এ বিষয়ে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও বাইরেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চীন যেন তাদের সামরিক বাহিনীর উন্নয়নের পাশাপাশি চিপ তৈরিতে আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করতে না পারে, সেজন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কোন মন্তব্য নেই