বাবরদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
পর পর দুই ম্যাচে শেষ বলে হেরে পাকিস্তানের সেমির স্বপ্ন প্রায় শেষের পথে। এর মধ্যে গত বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানের লজ্জার হারের পর কঠোর সমালোচনা চলছে পাকিস্তান দলের। কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। সাবেক টেস্ট ওপেনার ও হেড কোচ মহসিন খান এ হারের জন্য ব্যাটারদের দায়ী করেছেন। সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
জিম্বাবুয়ের কাছে হারে ক্ষুব্ধ জাভেদ মিয়াঁদাদ বলেন, 'পারফর্ম করতে না পারা ব্যাটারদের খেলালে এমনি তো হওয়ার কথা। রান করতে না পারলেও ক'জন ব্যাটারকে ম্যাচের পর ম্যাচ খেলানো হচ্ছে। অথচ তাদের দল থেকে ছেঁটে ফেলে দেওয়া উচিত ছিল। আমি আগেও বলেছি, আন্তর্জাতিক ক্রিকেট শেখার জায়গা নয়। অথচ প্রতিবারই খারাপ করলে আমরা শেখার অজুহাত দাঁড় করাই। পাকিস্তানের ক’জন ব্যাটার যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে, সেটা ভীষণ লজ্জার। কারণ তারা তো পেশাদার ক্রিকেটার।’
মহসিন খান বলেন, 'আমাদের ক্রিকেট এত নিচে নেমে গেছে! জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আমরা ১৩০ রান করতে পারিনি। এই যদি হয় আমাদের ব্যাটিংয়ের অবস্থা, তাহলে ঈশ্বরের কৃপা চাওয়া ছাড়া কিছুই করার নেই।'
শোয়েব আখতার সব দায় চাপিয়েছেন অধিনায়ক বাবরের ওপর, 'আমরা ধারাবাহিকভাবে জিততে পারছি না, কারণ পাকিস্তানের একজন জঘন্য অধিনায়ক রয়েছে। তার কোনো পরিকল্পনা নেই। বারবার সে নওয়াজকে দিয়ে শেষ ওভার বোলিং করায়। আর বারবার আমরা হারি। অস্ট্রেলিয়ার মাটিতে চারজন পেসার খেলানো উচিত, কিন্তু সে খেলাচ্ছে তিন পেসার। তার মধ্যে আবার শাহিন পুরোপুরি সুস্থ নয়। পাকিস্তান আসলে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। খাতা-কলমে সুযোগ থাকলেও এটাই সত্যি।‘

কোন মন্তব্য নেই