মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৯ প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দর বেড়েছে, ১০০টির দর কমেছে, ২২০টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জেএমআই সিরিঞ্জের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার জেএমআই সিরিঞ্জের ক্লোজিং দর ছিল ৪৬০ টাকা ৭০। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫১১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ টাকা ৬০ পয়সা বা ১০.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই সিরিঞ্জ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৭৫ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৬০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭.৬৩ শতাংশ, জেমিনী সী ফুডের ৭.৪৯ শতাংশ, আরামিট লিমিটেডের ৭.৪০ শতাংশ, সোনালী আঁশের ৬.০৬ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৪.৫৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.১১ শতাংশ এবং বেক্সিমকো ফার্মার ৩.৭৫ শতাংশ দর বেড়েছে।


কোন মন্তব্য নেই