যুক্তরাষ্ট্রে আড়াই কোটি ডলার জরিমানার মুখে মেটা
ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা প্লাটফর্মকে প্রায় আড়াই কোটি ডলার জরিমানা করেছে ওয়াশিংটনের আদালত। তাদের বিরুদ্ধে বারবার ও ইচ্ছাকৃতভাবে ফেয়ার ক্যাম্পেইন প্র্যাকটিসেস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। খবর এপি।
কিং কাউন্টির সুপিরিয়র কোর্টের বিচারক ডগলাস নর্থ গতকাল বুধবার এ রায় দেন। তিনি মেটাকে ২ কোটি ৪৭ লাখ ডলার জরিমানা করেন। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্যাম্পেইন ফিন্যান্স আইনে এখন পর্যন্ত সর্বোচ্চ জরিমানা।
১৯৭২ সালে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পাস পাওয়া ওই আইনে সর্বোচ্চ ৮০০ বার পর্যন্ত লঙ্ঘন মেনে নেয়া হয়। ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফারগুসন জানান, ২০১৮ সালে একই আইন লঙ্ঘনের জন্য ফেসবুকের বিরুদ্ধে মামলা করা হয়। তখনও সর্বোচ্চ পরিমাণ লঙ্ঘন মেনে নেয়া হয়।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ক্যালিফোর্নিয়া ভিত্তিক মেটা।
ওয়াশিংটনের এ আইন অনুসারে, রাজনৈতিক বিজ্ঞাপন কেনার ক্ষেত্রে ক্রেতার নাম ও ঠিকানা, বিজ্ঞাপনের লক্ষ্য, কীভাবে বিজ্ঞাপনের জন্য অর্থ দেয়া হয় ও প্রতিটি বিজ্ঞাপনের মোট ভিউ হিসাব রাখতে হয়। এ তথ্য দেয়ার বাধ্যবাধকতাও রয়েছে। স্থানীয় টেলিভিশন ও সংবাদপত্র কয়েক দশক ধরে এ আইন মেনে চললেও মেটা বারবার তা লঙ্ঘন করেছে।
সাম্প্রতিক সময়ে মেটার বিরুদ্ধে এটিই প্রথম জরিমানা নয়। কয়েক দিন আগে ৩৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার তুর্কি লিরা বা ১ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার জরিমানা করেছে তুরস্ক। দেশটির প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই