উইন্ডোজ বিক্রি কমায় ১৪ শতাংশ মুনাফা হ্রাস মাইক্রোসফটের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উইন্ডোজ বিক্রি কমায় ১৪ শতাংশ মুনাফা হ্রাস মাইক্রোসফটের


চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মাইক্রোসফটের মুনাফা কমেছে ১৪ শতাংশ। গতকাল প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে মাইক্রোসফট জানায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের নিট আয় বা মুনাফা হয়েছে ১ হাজার ৭৬০ কোটি ডলার। ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়ে আয় বেশি হলেও গত বছরের চেয়ে বেশ কমেছে। ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রিতে ধস, বৈশ্বিক মূল্যস্ফীতি, ইউক্রেন সংকট ও করোনার অব্যাহত প্রভাবে কোম্পানিটির আয়ে প্রভাব পড়েছে। খবর এপি।


কয়েক সপ্তাহ ধরে বিশ্লেষকরা বলছিলেন, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মাইক্রোসফটের প্রবৃদ্ধি পাঁচ বছরের সর্বনিম্নে দাঁড়াতে পারে। তারই ছাপ দেখা যাচ্ছে গতকাল প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে। ওয়াশিংটনের রেডমন্ডভিত্তিক কোম্পানিটি গতকাল জানায়, তৃতীয় প্রান্তিকে মাইক্রোসফটের মোট আয় হয়েছে ৫ হাজার ১০ কোটি ডলার, গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ১১ শতাংশ বেশি।


উইন্ডোজ সফটওয়্যারের ওপর দাঁড়িয়ে মাইক্রোসফটের পিসি খাত বড় আকারের ধাক্কা খেয়েছে। অনেক গ্রাহকই যেহেতু করোনাকালে পিসি কিনেছে, তাই জটিল অর্থনৈতিক সংকটের সামনে দাঁড়িয়ে নতুন করে তা কেনা কমিয়ে দিয়েছে। পিসি নির্মাতা কোম্পানির কাছে উইন্ডোজের লাইসেন্সিংয়ের মাধ্যমে বড় অংকের আয় করে মাইক্রোসফট। কিন্তু গত প্রান্তিকে এ ধরনের লাইসেন্সিং থেকে মাইক্রোসফটের আয় ১৫ শতাংশ কমেছে।


যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষক সংস্থা গার্টনার জানায়, তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে, নব্বইয়ের দশকের মাঝামাঝিতে পিসি বিক্রির উপাত্ত রাখা শুরুর পর যা সর্বনিম্ন বিক্রি বলে জানায় গার্টনার।


গতকাল বিনিয়োগকারীদের সঙ্গে এক কনফারেন্স কলে মাইক্রোসফটের মুখ্য আর্থিক কর্মকর্তা (সিএফও) অ্যামি হুড জানান, গত প্রান্তিকে যে নেতিবাচক ইস্যুগুলো প্রভাব ফেলেছে নিকট ভবিষ্যতে তা প্রশমনের সম্ভাবনা নেই।


ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে উইন্ডোজের আয় হ্রাস পুষিয়ে ওঠার চেষ্টা করেছে মাইক্রোসফট। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ক্লাউড পরিষেবা থেকে মাইক্রোসফটের আয় ২০ শতাংশ বেড়ে ৩ হাজার ৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। 



চলতি বছর মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি উসকে দিয়েছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার উদ্বেগকে, স্বাভাবিকভাবেই যা ভোক্তা ও ব্যবসায়িক পর্যায়ে ব্যক্তিগত কম্পিউটার ও ল্যাপটপের খরচ টানতে বাধ্য করেছে। ফলে উইন্ডোজ ও অফিস স্যুটসহ মাইক্রোসফটের কিছু প্রধান পণ্য বিক্রি কমেছে।


গত সপ্তাহে গুগেনহেইম বিশ্লেষকরা বলেছিলেন, সবার চোখ থাকবে মাইক্রোসফটের ২০২৩ অর্থবছরের দিকে। পূর্বভাসমাফিক কোম্পানিটি দুই অংকের প্রবৃদ্ধি বজায় রাখতে পারে কিনা তা দেখতে চাইবে সবাই। তবে আমরা বিশ্বাস করি, বিষয়টি ঝুঁকির মধ্যে রয়েছে।


সফটওয়্যার ফার্মগুলো ক্লাউড প্লাটফর্মের সবচেয়ে বড় গ্রাহক এবং তাদের ব্যবসার বৃদ্ধিকে ক্লাউড পরিষেবা খাতের জন্য বিকল্প হিসেবে নেয়া হয়।


এর আগে খবর প্রকাশ হয়, মাইক্রোসফট তাদের বিভিন্ন বিভাগ থেকে হাজার খানেক কর্মীকে চাকরিচ্যুত করেছে। গত জুলাইয়ে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছিলেন, মন্দা পরিস্থিতি সামলাতে মোট ১ লাখ ৮০ হাজার কর্মীর মধ্য থেকে ১ শতাংশকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। তাছাড়া মন্দার ঝুঁকির মধ্যে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়াও খানিকটা ধীরগতির হবে।

কোন মন্তব্য নেই