স্টার্টআপ সহায়তা কেন্দ্র চালুর পরিকল্পনা জাপানের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্টার্টআপ সহায়তা কেন্দ্র চালুর পরিকল্পনা জাপানের


জাপানি উদ্যোক্তাদের শুরু করা নতুন কোম্পানিগুলোকে সহযোগিতায় জাপান সরকার সিলিকন ভ্যালিতে একটি অফিস চালু করবে।


নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নতুন এ কেন্দ্র বিদেশে নতুন ব্যবসা চালু ও সম্প্রসারণ করতে চায় এমন প্রতিষ্ঠানগুলোর ট্যালেন্ট হাব হিসেবে কাজ করবে। জাপান সরকার স্টার্টআপগুলোর মাধ্যমে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ও বিদেশী কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায়। পরবর্তী সময়ে তারা অন্যান্য শহরেও এ রকম কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা করছে।


বর্তমানে এ ধরনের উদ্যোগ অন্যান্য দেশেই স্বাভাবিক রূপ নিয়েছে। সিলিকন ভ্যালি ও ওয়াশিংটনসহ বিভিন্ন স্থানে দক্ষিণ কোরিয়ার এ ধরনের চারটি কার্যালয় রয়েছে। কর্মীদের প্রশিক্ষণ প্রদান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা কেন্দ্র হিসেবে ব্যবহূত হয় এ কেন্দ্রগুলো।


নতুন কেন্দ্রের পাশাপাশি পাঁচ বছরের মধ্যে হাজার খানেক উদ্যোক্তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে জাপান। দেশটির পরিকল্পনা অনুযায়ী, এ প্রোগ্রামে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সিলিকন ভ্যালি, নিউইয়র্ক, বোস্টন, সিঙ্গাপুর বা ইসরায়েলসহ অন্যান্য গন্তব্যে পাঠানোর সম্ভাবনা আছে। প্রোগ্রামটি বিশ্ববিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।



এমন নতুন উদ্যোগ সফল করতে জাপান এরই মধ্যে ভর্তুকি চালুর প্রস্তুতি নিচ্ছে। এ প্রোগ্রামে প্রযুক্তিগত ও ব্যবসায়িক দিকনির্দেশনা দিতে আইটি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন কোম্পানির নেতারা যুক্ত হবেন। উদ্যোগটি শত শত মানুষের সমর্থন পাবে বলে আশা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো ক্ষেত্রগুলোতে তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে দেশটি।

কোন মন্তব্য নেই