তুরস্কে প্রায় ২ কোটি ডলার জরিমানার মুখে মেটা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তুরস্কে প্রায় ২ কোটি ডলার জরিমানার মুখে মেটা


ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা প্লাটফর্মকে ৩৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার তুর্কি লিরা বা ১ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার জরিমানা করেছে তুরস্কের প্রতিযোগিতা কর্তৃপক্ষ। দেশটির প্রতিযোগিতা আইন ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


তুর্কি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানিটি ব্যক্তিগত সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা ও অনলাইন ভিডিও বিজ্ঞাপনের বাজারে একটি প্রভাবশালী অবস্থান দখল করেছে এবং তাদের মূল পরিষেবা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগৃহীত ডাটা একত্র করে প্রতিযোগীদের সীমাবদ্ধ করে দেয়। মেটা প্লাটফর্ম এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।


কর্তৃপক্ষ বলেছে, মেটাকে অবশ্যই বাজারে প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করতে হবে। এজন্য আগামী পাঁচ বছর সোশ্যাল জায়ান্টটি তদারকি সংস্থার নজরদারিতে থাকবে। সংস্থাটি জানায়, কোম্পানির ২০২১ সালের আয়ের ওপর ভিত্তি করে এ জরিমানা করা হয়েছে।



২০২১ সালে প্রতিযোগিতা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ এবং পরে ফেসবুক নিয়ে একটি তদন্ত শুরু করে, যখন প্রতিষ্ঠানটি মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বর ও অবস্থান সম্পর্কিত ডাটা ফেসবুককে সংগ্রহ করার সম্মতি চাওয়া শুরু করেছিল।


সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো তুরস্কে নজরদারির কেন্দ্রবিন্দুতে রয়েছে। দেশটি সম্প্রতি ‘বিভ্রান্তি’ ছড়ানোর জন্য সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেয়ার বিধান চালু করেছে।

কোন মন্তব্য নেই