স্বাভাবিক হচ্ছে হোয়াটসঅ্যাপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্বাভাবিক হচ্ছে হোয়াটসঅ্যাপ


কয়েক ঘণ্টা অকার্যকর থাকার পর স্বাভাবিক হচ্ছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর আগে বাংলাদেশ, ভারত, সৌদি আরব, পর্তুগালসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা মেটা মালিকানাধীন প্লাটফর্মটি ব্যবহারে সমস্যার কথা জানিয়েছিলেন ব্যবহারকারীরা।  


ওয়েবসাইট ও প্লাটফর্মের কার্যকারিতা যাচাইকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা তাদের দেশে প্লাটফর্মটির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাচ্ছেন। এরই মধ্যে মালয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, সৌদি আরব, সুইডেন, ইতালির ব্যবহারকারী সংযোগ ফিরে আসার বিষয়টি জানিয়েছেন। এর আগে বিশ্বের অধিকাংশ দেশে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের এ প্লাটফর্ম ব্যবহারের সমস্যা শুরু হয়। 


সমস্যার বিষয়ে জানার পরপরই মালিকানা প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে জানানো হয়। প্লাটফর্মটি অকার্যকর হয়ে যাওয়ার পর ব্যবহারকারীরা টেক্সট মেসেজ ও ভিডিও পাঠাতে পারছিলেন না। এছাড়াও স্মার্টফোন থেকে একাধিক ডিভাইসে লগইনের ক্ষেত্রে ওয়েবে প্রবেশ করা যাচ্ছিল না।

কোন মন্তব্য নেই