এপ্রিলের মাঝামাঝি ইনস্ট্যান্ট আর্টিকেলস বন্ধ করছে মেটা
আগামী এপ্রিলের মাঝামাঝি ইনস্ট্যান্ট আর্টিকেলস পরিষেবা বন্ধ করবে মেটা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটকে এ তথ্য নিশ্চিত করেছে তারা।
২০১৫ সালে ইনস্ট্যান্ট আর্টিকেলস পরিষেবা চালু করেছিল ফেসবুক। মোবাইল ডিভাইসে নিউজ আর্টিকেল যাতে দ্রুত লোড নিতে পারে সেজন্য এ সেবা চালু হয়েছিল। কোম্পানির পুনর্গঠনমূলক কর্মসূচিতে মনোযোগ এবং রিলসের মতো ভিডিওকেন্দ্রিক পরিষেবায় জোর দেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মেটা।
কোম্পানির এক মুখপাত্র এনগ্যাজেটকে বলেন, বর্তমানে ফেসবুক ফিডে নিউজ আর্টিকেল দেখে এমন ব্যবহারকারীর সংখ্যা ৩ শতাংশেরও নিচে। মেটার গ্রাহকরা ভিডিও, বিশেষত শর্ট ভিডিওতে বেশি সময় কাটাচ্ছে। ফেসবুকে সংবাদ ও রাজনৈতিক বিষয়বস্তুর কনটেন্ট দেখে এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।
নিউজ কনটেন্টে মেটা যে মনোযোগ কমাচ্ছে এ সংবাদ প্রথম প্রকাশ করে অ্যাক্সিউস। এর জন্য সংবাদমাধ্যমগুলোকে অর্থও দিতে হচ্ছিল তাদের। শিগগিরই এ অর্থ প্রদান বন্ধ করা হবে বলে জানায় অ্যাক্সিউস। ২০২৩ সালের শুরুর দিকে বুলেটিন নিউজলেটার প্লাটফর্ম বন্ধ করে দেয়ার কথাও গত সপ্তাহে নিশ্চিত করেছে মেটা।
ইনস্ট্যান্ট আর্টিকেলস পরিষেবা বাতিলের সিদ্ধান্তে সংবাদ প্রকাশক প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়তে পারে। নতুন ব্যবস্থায় অভ্যস্ত হতে সংবাদ প্রকাশক প্রতিষ্ঠানগুলো ছয় মাস সময় পাবে বলে জানায় মেটা।

কোন মন্তব্য নেই