করোনায় আক্রান্ত জাম্পা; ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল স্বাগতিক অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ম্যাচের আগ মুহূর্তে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাকে ছাড়াই আজকের একমাত্র ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের কাছে হেরে এমনিতেই বিপদে আছে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ৭ নম্বর বোলার জাম্পা। শ্রীলঙ্কার বিপক্ষে তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম ভরসার নাম। তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, জাম্পার মৃদু উপসর্গ আছে। আজকের ম্যাচে অজি একাদশে তাকে রাখা হয়নি। জাম্পার বদলে নেওয়া হয়েছে অ্যাস্টন অ্যাগারকে।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে কোণঠাসা অবস্থায় চলে যাওয়া অস্ট্রেলিয়া আরো বিপদে পড়েছে জাম্পাকে হারিয়ে। চলতি বিশ্বকাপে যদিও করোনা আক্রান্ত হলেও মাঠে নামার অনুমতি আছে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ‘পজিটিভ’ হয়েও খেলেছিলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যাস্টন অ্যাগার, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আশালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো।

কোন মন্তব্য নেই