টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিলেন ইলোন মাস্ক
টুইটারের নিয়ন্ত্রণ এখন শীর্ষ ধনী ইলোন মাস্কের হাতে। দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যেই ভেঙে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির পরিচালনা পর্ষদ। এখন থেকে টেসলা বসই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করবেন। খবর বিবিসি।
গতকাল সোমবার রয়টার্সে প্রকাশিত এক নথি থেকে জানা যায়, বিক্রি হওয়ার আগে টুইটারের বোর্ডে নয়জন পরিচালক ছিলেন। এখন তাদের কেউ ওই বোর্ডে নেই।
এ ছাড়া ওয়াশিংটন পোস্ট জানায়, প্রথম দফায় টুইটারের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি আলোচনাধীন। এর প্রভাব ২৫ শতাংশ কর্মীর ওপর পড়তে পারে।
২০২১ সালের শেষ দিকে টুইটারে কর্মী সংখ্যা ছিল সাত হাজার। বর্তমানে তা কমতে কমতে দাঁড়িয়েছে দুই হাজার।
শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত হওয়া প্রসঙ্গে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে এক টুইটে বিস্তারিত উল্লেখ না করে মাস্ক জানান, এটি একটি ‘সাময়িক’ ব্যবস্থা।
ধারণা করা হচ্ছে, টুইটারের মডারেশন নীতিমালা শিথিল করতে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি আলোচনায় এসেছে।
বৈদ্যুতিক গাড়ি নির্মাণ সংস্থা টেসলা ছাড়াও মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেসএক্স ও নিউরোপ্রযুক্তি স্টার্টআপ নিউরালিংক পরিচালনা করছেন ইলোন মাস্ক। গত ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনেন তিনি। এরপর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নেড সেগালকে বরখাস্ত করেন।
এ ছাড়া কোম্পানির আরো কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলোন মাস্ক। এর মধ্যে রয়েছেন প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল ও আইন-নীতিমালাবিষয়ক প্রধান বিজয়া গাড্ডে।

কোন মন্তব্য নেই