চারগুণ বোনাসের ঘোষণা আইফোন নির্মাতা ফক্সকনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চারগুণ বোনাসের ঘোষণা আইফোন নির্মাতা ফক্সকনের




কর্মীদের বোনাস চারগুণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন। আইফোন উৎপাদনে চীনের ঝেংঝু কারখানার কর্মীদের ধরে রাখতে ও তাদের করোনাকালীন অসন্তোষ দূর করতে এ উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। 


এক বিবৃতিতে ফক্সকন জানায়, যারা ঝেংঝু প্ল্যান্টে স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য তৈরির কাজ করছে, নভেম্বরের এক দিনে তাদের বোনাস ১০০ ইয়ান থেকে ৪০০ ইয়ান (৫৫ ডলার) বাড়ানো হয়েছে।


বিশ্বজুড়ে আইফোনের ৭০ শতাংশ যোগান দেয় ফক্সকন। এটির আনুষ্ঠানিক নাম হলো, হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি। প্রতিষ্ঠানটিতে দুই লাখ কর্মী হয়েছে।



করোনা মহামারিকালে ফক্সকনের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমনকী সেখানকার কর্মীরা তাদের ক্ষোভের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করে। এতে ফক্সকন কর্তৃপক্ষও বিস্মিত হওয়ার পাশাপাশি ভয়ও পেয়ে যায়। এর ফলশ্রুতিতে ঝুঁকি মোকাবিলায় গতকাল সোমবার প্রাথমিকভাবে বোনাস বাড়ানোর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। 


উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবে চীনে কড়া লকডাউন ও জিরো কভিড নীতির কারণে টালমাটাল অবস্থার শিকার হয় দেশটির শিল্প-কারখানা ও কর্মীরা। যার প্রভাব এখনো রয়েছে।


কোন মন্তব্য নেই