জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু জানুয়ারিতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু জানুয়ারিতে


আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ও অন্যান্য আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।


গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ২ হলের সিটবণ্টন বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভাইস চ্যান্সেলর অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে হল প্রভোস্টরা সভায় উপস্থিত ছিলেন। 


সভায় ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর সুপারিশ করা হয়। এর পাশাপাশি বিভিন্ন বর্ষের ১০০ জন করে আবাসিক শিক্ষার্থীকে নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। স্থানান্তরের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামী ২২ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে বলা হয়েছে।


প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।

কোন মন্তব্য নেই