মাঠে গড়াচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাঠে গড়াচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল


২০ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিসিএলের ১০ম আসর। তবে এবারের বিসিএল হবে ওয়ানডে ফরম্যাটে। শিরোপার লড়াই হবে চারটি দলের মাঝে, গ্রুপ পর্বের সব খেলা হবে বিকেএসপিতে। ফাইনাল ২৭ নভেম্বর, দিবা-রাত্রির ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে।


২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘ পরিকল্পনার অংশ অনুযায়ী এবারের বিসিএলকে ওয়ানডে ফরম্যাটে আয়োজন করছে বিসিবি। ওয়ানডে ফরম্যাটের বিসিএলে অংশ নিবে- সেন্ট্রাল জোন, বিসিবি সাউথ, বিসিবি নর্থ ও ইসলামী ব্যাংক। খেলা মাঠে গড়াবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।


আজ বিসিএলের প্লেয়ার্স ড্রাফট হবার কথা রয়েছে। তবে এরই মধ্যে লিগের সূচি প্রকাশ করেছে বিসিবি।


সূচি—


২০ নভেম্বর-

সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক

সকাল ৯টা, বিকেএসপি-৩


বিসিবি সাউথ বনাম বিসিবি নর্থ

সকাল ৯টা, বিকেএসপি-৪


২২ নভেম্বর-

সেন্ট্রাল জোন বনাম বিসিবি সাউথ

সকাল ৯ টা, বিকেএসপি-৪


বিসিবি নর্থ বনাম ইসলামী ব্যাংক

সকাল ৯টা, বিকেএসপি-৩


২৪ নভেম্বর-

সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ

সকাল ৯টা, বিকেএসপি-৩


বিসিবি সাউথ বনাম ইসলামী ব্যাংক

সকাল ৯টা, বিকেএসপি-৪


২৭ নভেম্বর-

ফাইনাল- বেলা ১২টা ৩০,

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

কোন মন্তব্য নেই