দেশের স্বার্থে আইপিএল খেলবেন না কামিন্স, বিলিংস খেলবেন কাউন্টিতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশের স্বার্থে আইপিএল খেলবেন না কামিন্স, বিলিংস খেলবেন কাউন্টিতে


দেশের স্বার্থে এবার আইপিএল খেলবেন না প্যাট কামিন্স। আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়া দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। খেলায় ঠাঁসা আন্তর্জাতিক সূচির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই দিনে আইপিএল খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস।


গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন কামিন্স ও স্যাম বিলিংস দু’জনেই। মেগা নিলাম থেকে ৭.২৫ কোটি রুপিতে কামিন্সকে দলে ভিড়িয়েছিল কলকাতা। তবে দেশের স্বার্থে এই মোটা অংকের লোভ সংবরণ করতে হচ্ছে কামিন্সকে। বিপরীতে দুই কোটি টাকায় স্যাম বিলিংসকে নিয়েছিল দলটি।


আজ পরপর দুটো টুইট বার্তায় কামিন্স বলেন, ‘আমি আগামী বছরের আইপিএল মিস করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১২ মাস আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ও ওয়ানডে দিয়ে ভরা। তাই অ্যাশেজ সিরিজ ও বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রাম নিতে চাই।’


অতঃপর আরেক টুইটে বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সকে বোঝার জন্য অনেক ধন্যবাদ। দারুণ এক দল যেখানে দারুণ কিছু প্লেয়ার ও স্টাফ আছে। আশা করি দ্রুতই আবার ফিরতে পারব।’


এদিকে স্যাম বিলিংস কেন্ট ক্রিকেটের পক্ষে কাউন্টিতে লংগার ফরম্যাটের ক্রিকেট খেলার জন্যই আইপিএল ত্যাগ করেছেন। টুইটারে স্যাম বিলিংস লিখেছেন, ‘আগামী আইপিএলে কলাকাতা নাইট রাইডার্সের পক্ষে অংশ নিচ্ছি না। লংগার ফরম্যাট ক্রিকেটে কেন্ট ক্রিকেটের হয়ে ইংলিশ সামার শুরু করতে এই সিদ্ধান্ত।’


তবে এই দু'জনের বিকল্প আগেই খুঁজে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্স থেকে ট্রেড সিস্টেমের মাধ্যমে কিউই পেসার লকি ফার্গুসন ও নাজিবুল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে তারা।

কোন মন্তব্য নেই