রংপুর-সিলেট ম্যাচ ১ দিন আগেই শেষ হতে পারে
শহীদ চাঁন্দু স্টেডিয়ামের বাউন্সি উইকেটে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় জাতীয় লিগের চার দিনের শেষ ম্যাচও তিন দিনেই শেষ হতে চলেছে। দ্বিতীয় দিনে সিলেট দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হওয়ায় লিড পেয়েছে ৮৭ রানের। জয়ের জন্য রংপুরের প্রয়োজন মাত্র ৮৮ রান। এই ম্যাচ জিতলেই এবারের লিগে চ্যাম্পিয়ন হবে রংপুর বিভাগ। আগের দিনের ৩ উইকেটে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিনে ১৮৮ রানে গুটিয়ে গেছে রংপুরের ১ম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন নাসির হোসেন। ৩৮ রান আসে মীম মোসাদ্দেকের ব্যাট থেকে। ৩৯ রানে ৩ উইকেট পতনের পর নাসির-মোসাদ্দেক জুটি দলকে ৯২ রানের জুটি উপহার দেন। ১৩১ রানে নাসিরের আউটের পর অন্য ব্যাটাররা দলের স্কোর বেশিদূর টেনে নিতে পারেননি। সিলেটের হয়ে জাতীয় দলের পেসার এবাদত হোসেন ৩৮ রানে ৫ উইকেট নিয়েছেন। আরেক পেসার রহমান রেজাউর রাজার শিকার ৪ উইকেট।
রংপুরকে অল্পরানে আটকে দিয়েও সুবিধা করতে পারেনি সিলেট। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানেই থেমে গেছে তারা। লিড পেয়েছে মাত্র ৮৭ রান। তৌফিক খান তুষার ৩৬ এবং নাসুম করেছেন ৩৩ রান। রংপুরের সফল বোলার আব্দুল্লাহ আল মামুন ৪০ রানের বিনিময়ে পেয়েছেন ৪ উইকেট। এছাড়া সোহেল রানা ২টি, রবিউল হক ২টি এবং মুশফিক হাসান ও আরিফুল ১টি করে উইকেট নিয়েছেন। রংপুরের জয়ের টার্গেট মাত্র ৮৮ রান। আজ ম্যাচের ৩য় দিন।
কোন মন্তব্য নেই