ব্র্যাকের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের নামে যুক্ত হচ্ছে বিএসআরএম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্র্যাকের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের নামে যুক্ত হচ্ছে বিএসআরএম


ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের পুনঃনামকরণের মাধ্যমে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং করার ঘোষণা দিয়েছে। ওই অনুষ্ঠানে স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাইয়ের সঙ্গে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, বিএসআরএম গ্রুপের উদার অনুদানের জন্য ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের পুনঃনামকরণের অনুমোদন দিয়েছে। এই অনুদান উন্নত গবেষণা এবং আধুনিক শিক্ষাপদ্ধতিকে সহায়তা করার জন্য গঠনমূলক একাডেমিক উদ্যোগকে অর্থায়ন করবে।


আগামী কয়েক বছরে বিশ্বমানের শিক্ষক নিয়োগ, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও পাঠ্যক্রমের উদ্ভাবনী উন্নয়নে অনুদানের এই অর্থ ব্যয় করবে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং। ব্র্যাক ইউনিভার্সিটির তহবিলে বিএসআরএম গ্রুপের এই অনুদান ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ফুল টিউশন গ্রান্টসসহ কিছু সংখ্যক মেধাভিত্তিক বৃত্তি প্রদানেও ব্যবহৃত হবে। 

কোন মন্তব্য নেই