এফবিআই কি পেগাসাস স্পাইওয়্যারে ঝুঁকছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এফবিআই কি পেগাসাস স্পাইওয়্যারে ঝুঁকছে


অপরাধ তদন্তে গত বছরের শুরুতে এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের বিষয়ে ভাবছিল দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তবে বর্তমানে এর ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন উঠছে। দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে। খবর এনগ্যাজেট।


২০২০ সালের শেষ থেকে ২০২১ সালের প্রথমার্ধ পর্যন্ত সংস্থাটির কর্মকর্তারা হ্যাকিং টুলটি ব্যবহারে এজেন্সির নেতৃত্ব তৈরির পরিকল্পনা করেছিল। পাশাপাশি ফৌজদারি অপরাধের বিচারের সময় এফবিআইয়ের বিভিন্ন হ্যাকিং টুলের ব্যবহারবিষয়ক তথ্য প্রকাশের ধরন কেমন হতে পারে, তা নিয়ে ফেডারেল তদন্তকারীদের জন্য বিশেষ নির্দেশিকাও তৈরি করেছিল।


এফবিআই প্রধান ক্রিস রে বলেন, পেগাসাসের লাইসেন্স কেনা হলেও সেটি শুধু পরীক্ষা-নিরীক্ষার জন্য ছিল। প্রাপ্ত নথি ও তথ্যপ্রমাণের ভিত্তিতে এটি এখনো পরিষ্কার নয় যে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের ওপর নজরদারির জন্য এফবিআই আসলেই স্পাইওয়্যার ব্যবহার করতে চেয়েছিল কিনা।


চলতি বছরের শুরুতে নিউইয়র্ক টাইমস জানতে পারে যে এফবিআই পেগাসাস স্পাইওয়্যারের একটি ভার্সন ফ্যান্টমের পরীক্ষা চালিয়েছে। এটি ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নম্বরযুক্ত স্মার্টফোনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব। দেশটির সাবেক দুই প্রেসিডেন্টের শাসনামলে শক্তিশালী সাইবার অস্ত্রের প্রতিশ্রুতি ও এর বিপদ নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটির একটি প্রতিচ্ছবি পাওয়া যায়। এফবিআই স্পাইওয়্যারটি ব্যবহার না করার সিদ্ধান্ত নিলেও আদালতের নথি বলছে, ভবিষ্যতে বিভিন্ন তদন্তে স্পাইওয়্যার ব্যবহারে সংস্থাটির আগ্রহ রয়েছে।


অপরাধী তদন্তে এফবিআই পেগাসাস ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এলেও বিভিন্ন অপরাধীর ব্যবহূত এনক্রিপ্টেড যোগাযোগে আড়ি পাতার জন্য যে তারা একই ধরনের অন্য টুল ব্যবহার করবে না তা নয়। ভবিষ্যতে এ ধরনের নজরদারি অ্যাপ ব্যবহার হবে নাকি হবে না সে বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরিষ্কার ধারণা পাওয়ার অধিকার রয়েছে। এ প্রশ্নের জবাবে এফবিআইয়ের একজন মুখপাত্র জানান, কোনো তদন্তে এনএসওর কোনো পণ্য ব্যবহার করা হয়নি।


পেগাসাস একটি জিরো-ক্লিক হ্যাকিং টুল হিসেবে পরিচিত। টুলটি যেকোনো ব্যক্তির সেলফোনে প্রবেশ করে সেখানে থাকা ব্যক্তিগত মেসেজ, ছবি, কন্টাক্ট ও ভিডিও রেকর্ডিং হাতিয়ে নিতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন দেশের সরকার স্পাইওয়্যারটি কিনেছে। তাদের দাবি মাদক কারবারি ও জঙ্গিদের ফোন ট্র্যাক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা এটি ব্যবহার করেছে।


২০২১ সালের নভেম্বরে বাইডেন প্রশাসন এনএসওসহ ইসরায়েলের আরো একটি হ্যাকিং কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন কোম্পানি ইসরায়েলি প্রতিষ্ঠান দুটির কাছে প্রযুক্তি বিক্রি করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। চলতি বছরের জানুয়ারিতে নিউইয়র্ক টাইমসের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৮ সালে এফবিআই পেগাসাস সফটওয়্যার কিনেছে। স্পাইওয়্যারটি প্রথম কেনার পর থেকে এনএসওকে আনুমানিক ৫০ লাখ ডলার পরিশোধ করেছে সংস্থাটি।

কোন মন্তব্য নেই