লাইভে প্রশ্নোত্তরের সুবিধার্থে ইউটিউবে নতুন ফিচার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লাইভে প্রশ্নোত্তরের সুবিধার্থে ইউটিউবে নতুন ফিচার


টেলিভিশনে লাইভ টক শোর সময় ফোনকলের মাধ্যমে দর্শকদের প্রশ্ন করা দীর্ঘদিন থেকেই প্রচলিত। যুগের পরিক্রমায় এখন ফেসবুক লাইভে সবাই কমেন্ট করে প্রশ্ন করতে পারে বা মন্তব্য করতে পারে। এবার লাইভস্ট্রিমিংয়ে কনটেন্ট নির্মাতার সঙ্গে দর্শকদের যোগাযোগ সহজ করতে এমনই ফিচার চালু করেছে ইউটিউব। খবর টেকক্রাঞ্চ।


লাইভ কিউ অ্যান্ড এ (কোশ্চেন অ্যান্ড অ্যানসার) নামে এটি চালু করা হয়েছে। ফলে কনটেন্ট নির্মাতা যখন লাইভস্ট্রিমিংয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করবে তখন দর্শকরা বা অংশগ্রহণকারীরা প্রশ্ন করতে পারবে। লাইভের বিষয়টি পিনড মেসেজের মাধ্যমে জানানো হবে। দর্শকরা যেসব প্রশ্ন করবে সেগুলো থেকে নির্মাতা যেকোনো একটি বাছাই করে পিন করে রাখতে পারবে।


আগেও লাইভস্ট্রিমিংয়ে প্রশ্ন করা যেত। কিন্তু তখন সেগুলো অগোছালো থাকত এবং সহজে নির্ধারণ করা যেত না। নতুন ফিচারের কারণে প্রশ্নগুলো গোছানো অবস্থায় থাকবে। ফলে কনটেন্ট নির্মাতা সহজেই সেগুলো পরিচালনা করতে পারবে। প্রশ্নোত্তর পর্ব শেষে পুনরায় লাইভ চ্যাটিংয়ে যুক্ত হওয়া যাবে।


এক ব্লগপোস্টে ইউটিউব জানায়, এ ফিচারের মাধ্যমে স্ট্রিম ও প্রিমিয়ার চলার সময় লাইভ কন্ট্রোল রুম (এলসিআর) থেকে প্রশ্নোত্তর পর্ব তৈরি ও পরিচালনার সুযোগ পাওয়া যাবে। এছাড়া দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় ফিচারটির মাধ্যমে যে কেউ সহজে কমিউনিটি তৈরি করতে পারবে। লাইভ পোলের পাশে অপশনটি পাওয়া যাবে, যেটি স্ট্রিম দেখা দর্শকদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের অন্যতম একটি উপায় হিসেবে কাজ করবে।


বিবৃতিতে গুগল মালিকানাধীন ভিডিও শেয়ারিং ও স্ট্রিমিং প্লাটফর্মটি জানায়, দর্শকদের প্রশ্ন ক্রমানুসারে সাজানো থাকবে। যেটি আগে আসবে সেটি সবার ওপরে থাকবে। তবে বর্তমানে ২০০-এর বেশি প্রশ্ন তালিকায় থাকবে না। অর্থাৎ জমা দেয়া প্রশ্ন ২০০ হয়ে গেলে প্রথমদিকের প্রশ্নগুলো হারিয়ে যাবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, মডারেটররা ফিচারটি চালাতে না পারলেও যাদের কাছে চ্যানেলের ম্যানেজার বা এডিট করার এখতিয়ার আছে তারা সহজেই প্রশ্নোত্তরের তালিকা নির্ধারণ করতে পারবে।

কোন মন্তব্য নেই