কভিড নির্মূলে দক্ষিণ কোরিয়ার বহনযোগ্য যন্ত্র আবিষ্কার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কভিড নির্মূলে দক্ষিণ কোরিয়ার বহনযোগ্য যন্ত্র আবিষ্কার


ভাইরাস নির্মূলের বহনযোগ্য যন্ত্র আবিষ্কার করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির একদল গবেষকের আবিষ্কৃত যন্ত্রটি অতিবেগুনি রশ্মি ব্যবহারের মাধ্যমে নিমেষেই কভিড-১৯ জীবাণু নির্মূল করতে পারবে। আজ সোমবার এমনটাই দাবি করেছে কোরিয়া রেলরোড রিসার্চ ইনস্টিটিউট (কেআরআরআই)। খবর দ্য কোরিয়া হেরাল্ড।


কেআরআরআই এর মতে, নতুন আবিষ্কৃত যন্ত্রটির ওজন মাত্র ১ দশমিক ৮ কিলোগ্রাম। ফলে এটি পরিবহনে তেমন কোনো সমস্যা হবে না। খুব সহজেই এটি ট্রেন কিংবা সাবওয়ের মতো গণপরিবহন ও জনপূর্ণ স্থানগুলোতে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কোনো ঝুঁকিও নেই। সাধারণত যেসব ক্ষেত্রে ভাইরাস নির্মূলের জন্য প্রচলিত পদ্ধতির সংক্রমণনাশক তরল ব্যবহার করা সম্ভব না, সেসব ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহার করা যাবে। এরই মধ্যে যন্ত্রটির কার্যক্ষমতা যাচাই করেছেন গবেষকরা। সেখানে দেখা গিয়েছে, কভিড-১৯ মোকাবেলায় যন্ত্রটির সাফল্যের হার ৯৯ দশমিক ৯ শতাংশ কিংবা তার বেশি। 


কেআরআরআই জানিয়েছে, এ গবেষণাকে আরো বিস্তৃত করা হবে। যন্ত্রটির উন্নতি সাধনেও কাজ চলবে। যন্ত্রটিকে যেন ঘরোয়া পরিবেশে জনকল্যাণে ব্যবহার করা যায় সেবিষয়েও গবেষণা চলবে। 

কোন মন্তব্য নেই