স্টারলিংকের পরিষেবা বিচ্ছিন্নের শঙ্কায় ইউক্রেন
ইউক্রেনের সামরিক বাহিনী সম্প্রতি সাময়িকভাবে ইন্টারনেট বিভ্রাটের সম্মুখীন হয়। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে স্টারলিংকের পেমেন্ট সংক্রান্ত তহবিল ঘাটতির কারণে ১ হাজার ৩০০টি স্টারলিংক টার্মিনাল বন্ধ হয়ে যায়। স্পেসএক্স ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মধ্যে আলোচনার সময়ে এ ব্ল্যাকআউট (সংযোগ বিচ্ছিন্নের ঘটনা) ঘটেছিল। যদিও ইলোন মাস্ক এর আগে ঘোষণা দিয়েছিলেন, ইন্টারনেট বিল বাকি থাকলেও ইউক্রেনে স্টারলিংকের পরিষেবা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, স্পেসএক্সের সঙ্গে আলোচনা চলমান আছে। আমরা শিগগিরই তাদের পরিষেবা ফি প্রদান করব। কেননা মাস্ক ফি সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে গেলে বিপাকে পড়তে হবে।
গত সেপ্টেম্বরে স্পেসএক্স প্রতিরক্ষা বিভাগকে একটি চিঠি পাঠায়। সেখানে ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা ব্যবহার সম্পর্কিত ব্যয় বহনের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়। এরপর ১৫ অক্টোবর মাস্ক যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা নেয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটেন। সে সময় এক টুইটে মাস্ক বলেন, ইউক্রেনের এ অশুভ সময়ে আমরা ইউক্রেন সরকারকে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাব। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাত্কারে মাস্ক বলেছিলেন, স্টারলিংক অনির্দিষ্ট সময়ের জন্য এ সেবা চালিয়ে যাবে।
সিএনএন প্রকাশিত তথ্যমতে, গত অক্টোবরে ইউক্রেনে ইন্টারনেট পরিষেবায় যে সাময়িক বিভ্রাট ঘটেছিল তা ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য বড় একটি সমস্যা ছিল। এ বছরের মার্চে একটি ব্রিটিশ কোম্পানির কাছ থেকে ১ হাজার ৩০০ টার্মিনাল কিনেছিল ইউক্রেন।

কোন মন্তব্য নেই