অ্যাপল অনুমোদিত ম্যাগসেফ কার চার্জার এনেছে বেলকিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যাপল অনুমোদিত ম্যাগসেফ কার চার্জার এনেছে বেলকিন


অ্যাপল অনুমোদিত প্রথম কার চার্জার উন্মোচন করল ইলেকট্রনিকস প্রতিষ্ঠান বেলকিন। ১৫ ওয়াট ম্যাগসেফ কার চার্জারটি ঘোষণার প্রায় দুই বছর পর বাজারে এসেছে। এরই মধ্যে নতুন প্রো ওয়্যারলেস কার চার্জারটি দেশটির বাজারে অ্যাপল শোরুমগুলোয় পাওয়া যাচ্ছে। খবর অ্যাপল ইনসাইডার।


এখন পর্যন্ত বাজারে আসা সব ওয়্যারলেস কার চার্জারই চৌম্বকীয় সংযোগের মাধ্যমে আইফোন ১২, ১৩ ও ১৪ চার্জে সক্ষম। অ্যাপল স্টোরে অর্ডারের মাধ্যমে বেলকিন ম্যাগসেফ কার চার্জারটি পেতে ৯৯ ডলার ব্যয় করতে হবে। তবে এটির শিপিং শুরু কবে ১৪ নভেম্বর।


এর আগে ২০২০ সালে ইলেকট্রনিকস প্রতিষ্ঠান বেলকিন প্রথম ম্যাগসেফ কার মাউন্ট চালু করেছিল। আর এ বছর এমএফআই সার্টিফায়েড ১৫ ওয়াট ম্যাগসেফ কার চার্জারটি বাজারে আনল প্রতিষ্ঠানটি এবং এটিই প্রথম ও একমাত্র অফিশিয়ালি ম্যাগসেফ কার চার্জার বলেও জানিয়েছে বেলকিন।


প্রতিবেদনে বলা হয়, বেলকিনের প্রো ওয়্যারলেস কার চার্জারটি দেখতে অনেকটা ডিম্বাকৃতি ও সিলভার রঙের। এটি যানবাহনের ভেন্টের সঙ্গে সংযোগ করতে সক্ষম।


একই সঙ্গে এতে একটি আর্টিকুলেটিং ক্লিপ রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী সর্বোত্তম উপায়ে এটির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে।

কোন মন্তব্য নেই