আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে প্রায় ২৭ লাখ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে প্রায় ২৭ লাখ


কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে রিজিওনাল জেন্ডার ইকুয়ালিটি অ্যাডভাইজার এশিয়া পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


পদের নাম: রিজিওনাল জেন্ডার ইকুয়ালিটি অ্যাডভাইজার, এশিয়া

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার/উইমেন স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা নিউট্রিশন, পাবলিক হেলথ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা বা জাতিসংঘের কোনো এজেন্সিতে পাবলিক হেলথ, ফুড সিকিউরিটি বা নিউট্রিশন–সংক্রান্ত কাজে অন্তত ছয় থেকে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটসহ বিদেশভ্রমণের মানসিকতা থাকতে হবে।


আন্তর্জাতিক সংস্থায় ঢাকায় চাকরি, বেতন বছরে প্রায় ২৭ লাখ

কর্মস্থল: ঢাকা

চাকরির ধরন: ফুলটাইম

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে বেতন ২৬,৯৭,৪৭৯ টাকা (মাসিক ২ লাখ ২৪ হাজার ৭৮০ টাকা)।


আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।


আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২২।

কোন মন্তব্য নেই