উন্নত চিপ তৈরিতে বিনিয়োগ করবে জাপান
উন্নত সেমিকন্ডাক্টর তৈরিতে প্রাথমিক পর্যায়ে ৭ হাজার কোটি ইয়েন বা ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান। প্রযুক্তি প্রতিষ্ঠান সনি গ্রুপ ও এনইসি করপোরেশন এটি পরিচালনা করবে। চিপ উৎপাদনকারী হিসেবে শীর্ষ অবস্থানে ফিরে আসতেই এ উদ্যোগ। খবর রয়টার্স।
এক প্রেস ব্রিফিংয়ে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াশুতোশি নিশিমুরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল শিল্প ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সেমিকন্ডাক্টর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অবদান রাখবে। তিনি বলেন, চিপ উৎপাদনকারী নতুন প্রতিষ্ঠানটির নাম হবে র্যাপিডাস এবং আগামী এক দশকের দ্বিতীয়ার্ধে এখানে উৎপাদন শুরু হবে।
ইউরোপিয়ান চিপ সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে এ উদ্যোগের সঙ্গে যুক্ত করার জন্য জাপান সরকার সামনে আরো কয়েক কোটি ডলার বিনিয়োগ করবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম), এএসএমএল হোল্ডিংস রয়েছে বলে নাম না প্রকাশ করার শর্তে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরোধের অংশ হিসেবে ওয়াশিংটন এরই মধ্যে আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহারে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যে কারণে জাপান বর্তমানে তাদের চিপ উৎপাদন খাতকে পুনরুদ্ধার করতে চাইছে। মূলত দেশটির গাড়ি উৎপাদনকারী ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেন মূল উপাদানের স্বল্পতায় না ভোগে, সেজন্যই এ উদ্যোগ। সেই সঙ্গে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক চিপ উৎপাদনের রাস্তা প্রশমিত করতে চায় সরকার।

কোন মন্তব্য নেই