শিশুদের জন্য শাওমির বিশেষ স্মার্টওয়াচ
স্মার্টফোনের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে স্মার্টব্যান্ড ও স্মার্টওয়াচ বাজারজাত করছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। স্পোর্টস, ওয়ার্কআউট ফিচারসমৃদ্ধ এসব স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর অংশ হিসেবে এবার শিশুদের জন্য বিশেষ স্মার্টওয়াচ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
শাওমি এমআই র্যাবিট চিলড্রেনস ফোন ওয়াচ আল্ট্রাম্যান এডিশন নামে ডিভাইসটি আনা হয়েছে। স্মার্টওয়াচটিতে ১৫০টি ওয়াচফেস ছাড়াও ১ দশমিক ৫২ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে। ব্যবহারকারী ঘড়িটির মাধ্যমে উইচ্যাট মোবাইল, কিউকিউর মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে। মোবাইল ছাড়াই ঘড়িটির মাধ্যমে মেসেজ পাঠানো, ভিডিও ও ভয়েস কল করা যাবে। ভিডিও কল চলাকালীন ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা পরিবর্তন করা যাবে। অভিভাবকরা যেকোনো জায়গা থেকে তাদের সন্তানের অবস্থান সম্পর্কিত তথ্য যাবেন।

কোন মন্তব্য নেই