ভুল করে ছাটাই কর্মীদের কাজে ফেরার আহ্বান টুইটারের! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভুল করে ছাটাই কর্মীদের কাজে ফেরার আহ্বান টুইটারের!


ইলোন মাস্কের হাতে মালিকানা হস্তান্তরের পরপরই সাড়ে ৩ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে টুইটার। কয়েকদিন ধরেই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির জনবলের অর্ধেক কমানো নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এবার বরখাস্ত কর্মীদের অনেককেই চাকরিতে ফেরার প্রস্তাব দিয়েছে টুইটার।


গতকাল রোববার বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ওইসব কর্মীদের জানানো হয়েছে, তাদের ভুলবশত ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। এখন নিজেদের ভুল বুঝতে পেরে আবার কাজে ফিরতে অনুরোধ করেছে তারা।


ছাঁটাইয়ের শিকার বেশিরভাগই টুইটারের পণ্য ও প্রকৌশল বিভাগের কর্মী। সেইসঙ্গে যোগাযোগ, এথিকাল এআই, কনটেন্ট কিউরেশন, মানবাধিকার এবং মেশিন লার্নিং পলিসির দায়িত্বে থাকা দলেও ছাঁটাই করা হয়েছে।


গণছাঁটাইয়ের পর মাস্ক বলেছিলেন, নতুন কেনা প্রতিষ্ঠানটি প্রতিদিন ৪০ লাখ ডলারের বেশি আর্থিক লোকসানের শিকার হচ্ছে। লোকসান কমাতেই বিপুল সংখ্যক ছাঁটাইয়ের সিদ্ধান্ত। এর আর কোনো বিকল্প ছিল না তার সামনে।


টুইটারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। এক খোলা চিঠিতে তিনি বলেছেন, এই পদক্ষেপ কোনো ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছে না।


এদিকে ফেরার আহ্বান পাওয়া কর্মীরা বলছেন, কর্তৃপক্ষ তাদের বলেছে, টুইটার নিয়ে মাস্কের নতুন পরিকল্পনা বাস্তবায়নে তাদের সাহায্য লাগবে।


তবে প্রতিষ্ঠানটিতে ফিরবেন কিনা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন ডাক পাওয়া সাবেক কর্মীরা। টুইটারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এমন একজনকে উদ্ধৃত করে বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে এখন আর বিশ্বাস করতে পারছেন না তিনি, যদি আবার ছাঁটাই করে দেয়!


কোন মন্তব্য নেই