পাকিস্তান সুপার লিগে সাকিব-তামিমসহ বাংলাদেশি ৫ ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের নিলামের জন্য ২১৪ জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই তালিকায় সাকিব আল হাসান, তামিম ইকবালসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন।
বিদেশিদের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন প্লাটিনাম ক্যাটাগোরিতে। ৮ জনের এই তালিকায় সাকিব ছাড়াও আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের দাওয়িদ মালান ও রিস টপলে, নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল ও ওয়েস্ট ইন্ডিজের ওডেন স্মিথ।
এছাড়া ডায়মন্ড ক্যাটাগোরিতে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহেদী হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।
ইংল্যান্ড থেকে আছেন জেসন রয়, ড্যানিয়েল ওয়ারল, লরি ইভান্স, পল ওয়াল্টার, অ্যাডাম হোস, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, লুইস গ্রেগরি, উইল জ্যাকস, অলি পোপ, জেমস ফাউলার ও রেহান আহমেদ
শ্রীলঙ্কা থেকে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওশাদা ফার্নান্দো, চারিথ আসালঙ্কা, কুশাল পেরেরা, পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিস।
ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন ফাবিয়ান অ্যালেন, ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস; আফগানিস্তান থেকে গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান; জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা; আয়ারল্যান্ড থেকে জশ লিটল ও দক্ষিণ আফ্রিকা থেকে আছেন ক্যামেরন ডেলপোর্ত।
এছাড়া গোল্ড ক্যাটাগোরিতে আছেন আরও ৭৬ ক্রিকেটার। অবশ্য নিলামের আগ পর্যন্ত তালিকায় স্থান পাওয়া খেলোয়াড়দের সংখ্যা আরও বাড়বে।
নভেম্বরের ১৮ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পিএসএল-এর নিলাম। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি ও মুলতানে অনুষ্ঠিত হবে পিএসএল-এর অষ্টম আসর।

কোন মন্তব্য নেই