টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের অস্বীকার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের অস্বীকার


টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অস্বীকার করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয় কমাতে কর্মী ছাটাই করার পরিকল্পনা করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে তা অস্বীকার করেছেন টুইটারের  বর্তমান নতুন এ সত্ত্বাধিকারী। খবর বিবিসি।


বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে অনুযায়ী, সম্প্রতি নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান তথ্যটি মিথ্যা। গত ২৮ অক্টোবর দীর্ঘ আইনি লড়াইয়ের পর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি ৪৪ বিলিয়ন ডলারে কিনে নিয়েছেন মাস্ক। অধিগ্রহণ সম্পন্ন করার পরপরই প্রধান নির্বাহী, চেয়ারম্যান ও মুখ্য অর্থনৈতিক কর্মকর্তাসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। 


এরপরে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মাস্ক টুইটারের ব্যয় কমাতে বড় ধরনের ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। সংবাদপত্রটি বলছে, আগামী নভেম্বরের আগেই ছাঁটাই করা হবে। ওই সময় শ্রমিকরা তাদের বেতন চুক্তির বড় একটি অংশ হিসাবে কোম্পানিতে শেয়ারের অনুদান পাওয়ার কথা।



মাস্কের মালিকানায় প্ল্যাটফর্মটি কেমন হবে তা নিয়ে টুইটার ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে ভাবছেন এর আগে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে, ঘৃণা ছড়ানো বক্তব্য বা বিভ্রান্তির জন্য যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল প্ল্যাটফর্মটিতে তাদেরকে ফিরিয়ে আনা হতে পারে।

কোন মন্তব্য নেই